হিলি সীমান্তের শুন্যরেখা,গুরুত্বপূর্ণ স্থাপনা পরির্দশন ও বিজিবি সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিএসএফের মালদা সেক্টরের আইজি সুনিল কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ শনিবার দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট গেইটে তিনি আসলে তাকে সেলুট দিয়ে শুভেচ্ছা জানান হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোলায়মান। এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবি’র দুইটি বক্সে করে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আইজি সুনিল কুমার সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফের সদস্যদের খোঁজ খবর নেন । এসময় আরো উপস্থিত ছিলেন ভারতের মালদা সেক্টরের ডিআইজি এস শ্রী ওয়াস্তা,৬১-বিএসএফের অধিনায়ক মারিয়াসহ উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা ।
বাংলা৭১নিউজ/এমকে