গতকাল শুক্রবার বিকালে বগুড়ার গাবতলী কাগইল লাল সবুজ ক্রীড়া সংঘের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে করুণা কান্ত স্মৃতি ফুটবল টুনামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বরাল ক্যামিক্যাল লিমিটেড কাগইল বাজার ডিলারঃ সুজন প্রামানিকের সৌজন্যে ফুটবল খেলার সভাপত্বি করেন শিক্ষক হাফিজুর রহমান হাফিজ। খেলার প্রধান পৃষ্টপোষক ছিলেন সমাজসেবক দেবাশীষ রায় চৌধুরী টাবলু।এ সময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদ আল আমিন লেমন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সমাজসেবক মিনহাজুল ইসলাম, শাহীন মেল্লা, সুমন মিয়া, আজমল হোসেন সবুজ, রফিকুল ইসলাম, মেম্বার পদপ্রার্থী ডাঃ আব্দুস সাত্তার, কাগইল লাল সবুজ ক্রীড়া সংঘর সভাপতি মোঃ আল আমিন, সদস্য আপেল, রাজু, শামীম, সানন্না, সোহেল ও মামুন প্রমূখ। উদ্বোধনী খেলায় বগুড়া শিমু প্লাস্টিক ফুটবল একাডেমী বনাম কাহালু ফুটবল একাডেমী অংশ নেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদল কে পুরস্কার প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/পিকে