মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চার দেশ ও স্থানীয় বাজার থেকে ৭৫৬ কোটি টাকার সার কিনবে সরকার সাংবাদিক মারধর : সনদ বাতিলসহ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর শাস্তি পল্লী বিদ্যুতের জন্য কেনা হচ্ছে ৭০ কোটি টাকার স্টিল ক্রস আর্ম ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে সাইফ আলি খানকে অটোতে হাসপাতালে নেওয়া সেই চালক কত টাকা পেলেন ছাত্রসমাজ শিবিরকে মেধাবীদের ঠিকানা হিসেবে দেখে: জামায়াত আমির বেনজীরের সাভানা ইকো পার্কে এনবিআরের ১৫ সদস্যের গোয়েন্দা টিম সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ কিশোরের যে কোনো নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকারের চেয়ে ভালো ২৫০০ গায়েবি মামলা চিহ্নিত, সাতদিনের মধ্যে প্রত্যাহার কোম্পানিগুলোর উৎসা তামাক সেবন কমাতে দিচ্ছে না তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন তুরস্কে রাতের আঁধারে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১০ চার অতিরিক্ত ডিআইজি ও ১৬ পুলিশ সুপারকে বদলি বন্দিদের হাতে উপহারও তুলে দিল হামাস, যা বলছে ইসরাইল নির্ধারিত ব্যয় থেকে বাদ ২১৪ কোটি টাকা বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা সবজিসহ কৃষিপণ্য বিক্রি বন্ধ করল সরকার, যে কারণ বললেন উপদেষ্টা

নবীগঞ্জ খেয়াঘাটে দিতে হচ্ছে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪ বার পড়া হয়েছে

শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন লক্ষ লোকের বসবাস। এই বিশাল সংখ্যার লোকদের বন্দর ও নবীগঞ্জ গুদারা ঘাট দিয়ে সদরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও কর্মস্থলে আসার জন্য শীতলক্ষ্যা নদী দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাদিক লোক পারাপার হয়। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে শীতলক্ষ্যা নদী লক্ষাধিক লোক পারাপার হয়।

স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘাটটি টোল ফ্রি করেন এবং মাঝিদের ঘাট পরিচালনার জন্য কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে বলেন, প্রতি ট্রলারে পনের জন লোক জনপ্রতি দুই টাকা করে পারাপার করবে। রিজার্ভ পঁচিশ টাকা করে পারাপার করবে। কোন অজুহাতে দুই টাকার বেশী টোল নেওয়া চলবে না।

ঘাট পরিচালনায় অনিয়ম ও শিশু ট্রলার চালক অতিরিক্ত যাত্রী বোঝাই করায় প্রতিনিয়ত হচ্ছে ছোট বড় দূর্ঘটনা। অনেক সময় নৌকা ও ট্রলার ডুবির ঘটনাও ঘটছে। অনিয়ম ও দূর্ভোগের কথা স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশ পেলেও স্থানীয় প্রসাশনের নিরব থাকায় সমলোচনা করেন স্থানীয় জনগণ।

যতই দিন যাচ্ছে আর যোগ হচ্ছে নতুন নতুন জন দূর্ভোগ। রাতের বেলায় জন দূর্ভোগ আরও চরম আকার ধারন করে। ট্রলারে জনপ্রতি পাঁচ টাকা করে আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। এর পরও মিলেনা সেই ট্রলার, সিন্ডিকেট করে একটি ট্রলার চালু রাখে অধিক টাকার লোভে। কনকনে শীতে রাতের বেলায় যাত্রীদের নদীর পারে অপেক্ষা করতে হয়।

এক গার্মেন্টস শ্রমিক বলেন, এমপি সাহেব আমদের বিনা পয়সায় ঘাট পারাপারের ব্যবস্থা করেছেন কিন্তু বন্দর ও নবীগঞ্জ ঘাটে কোন ফ্রি ট্রলার চলেনা। আমদের প্রতিদিন চার টাকা খরচ করে পারাপার হতে হয়।

সর্বশেষ ট্রলার ডুবির ঘটনায় সাদ্দাম (২৭) নামে এক গার্মেন্টস শ্রমিকের লাশ পাওয়া যায়। এই খবরে স্থানীয় প্রসাশনের নিরব ভূমিকার জন্য সমলোচনা করেন স্থানীয় জনগন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com