ভার্চুয়াল বক্তব্যে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ৭৫-এর পরে জনগণের সামনে জিয়াউর রহমানের আসল চেহারা উম্মেচিত হয়। মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়া পাক-হানাদার বাহিনীর দোসর হিসাবে কাজ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন জিয়া, কর্নেল ফারুক, খন্দকার মোস্তাক। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস।
সামনের ইউপি নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী বাচাইয়ের মাধ্যমে আগামী ইউপি নির্বাচনের প্রার্থী দেওয়া হবে। তিনি কর্মিসভায় উপস্থিত হওয়ায় সব নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
কেরানীগঞ্জ মডেল থানা কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাতিয়ার ফতেহ নগর মানিক চৌধুরীর মাঠ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ইসতিয়াক আহমেদ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক মো. ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী মো. শফিউল আজম বারকু, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব।
এছাড়াও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আইক্কা সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মনির হোসেন, কলাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তাইজুল ইসলাম টিপু মেম্বার প্রমুখ।
বাংলা৭১নিউজ/এআরকে