হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ আগামী ২৮ ফেব্রুয়রির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহা পরিচালক (পূর্ব) রিজিয়ন মো. ফজলুর রশিদ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাহসিং নদীর তীরবর্তী চারটি প্রকল্প বাস্তবায়ন কমিটির বাঁধের কাজ পরিদর্শনের সময়ে তিনি এ নির্দেশনা দেন।
পাউবোর অতিরিক্ত মহা পরিচালক বলেন, বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে কজওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে ফসল রক্ষা বাঁধ নির্মাণের ব্যয় অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে দ্বিতীয় পর্যায়ে নদী খননের কাজ অচিরেই শুরু হবে। তখন হাওর এলাকার নদীগুলোর পানি ধারণ ক্ষমতা এবং পানি প্রবাহ বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।
বাংলা৭১নিউজ/এমকে