বাংলা৭১নিউজ,নাটোর : নাটোরের লালপুরে মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষককে গুলি ছোড়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ওই শিক্ষকের নাম মোশারফ হোসেন (৪০)। তিনি লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক এবং বাঘা উপজেলার পীরগাছাড়া এলাকার মোহাম্মাদ আলীর ছেলে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার সীমান্তবর্তী বাদলিবাড়ি তিনখুঁটি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোশারফ । পথিমধ্যে তিনখুঁটিতে ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোশারফ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ মোশারফকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এম