চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অনুমোদনহীন ফিলিং স্টেশনে গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। বিএম এনার্জি নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন ফিলিং স্টেশন গড়ে তুলে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে।
গত দুই মাস ধরে বোয়ালখালী পৌরসভার ফুলতলা এলাকায় আরকার সড়কের পাশে সরকারি নিয়ম না মেনেই ‘বিএম এনার্জি’ নামে স্টেশন থেকে রাতদিন গ্যাস বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে বোয়ালাখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী রবিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে গ্যাস বিক্রির বিষয়টি সত্যতা পান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটি অনুমোদনের জন্য গত ১৯ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশসকের কাছে আবেদন করেন বিএম এনার্জি কর্তৃপক্ষ। ওই আবেদন ৫ নভেম্বর উপজেলা ভূমি অফিসে পৌঁছায়। আবেদনটি তদন্ত চলমান থাকা অবস্থায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফিলিং স্টেশন চালু করে গ্যাস বিক্রি শুরু করা হয়।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফিলিং স্টেশনটি এখনো কোনো অনুমোদন পায়নি। নিয়ম না থাকলেও তারা শুধু আবেদন করে স্টেশন চালু করে নিয়মিত গ্যাস বিক্রি করা হচ্ছে। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিললে কর্তৃপক্ষকে অনুমোদন ছাড়া ফিলিং স্টেশন চালাতে নিষেধ করা হয়েছে। এর পরও তারা মানছেন না।
বিএম এনার্জির পরিচালক মো. মোস্তফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে প্রথমে তিনি ফোন রিসিভ করেননি। পরে তিনি প্রতিবেদকের মুঠোফেনের সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল বন্ধ করে দেন।
বাংলা৭১নিউজ/এমএস