মৌলভীবাজারে খাবারের সন্ধানে বের হয়ে গাড়িচাপায় একটি হনুমান মারা গেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে মাগুরছড়া গ্যাসফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৃত হনুমানটি উদ্ধার করে মাটি চাপা দিয়েছেন।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, দ্রুতগামি গাড়ির চাপায় একটি হনুমান ঘটনাস্থলে মারা গেছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অনুমতি সাপেক্ষে ঘটনাস্থলের কাছে মাটি চাপা দেন।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির খাসি স্টুডেন্ট ওয়েল ফেয়ার সদস্য সাজু মারছিয়াং বলেন, ঘটনার খবর পেয়ে বনবিট কর্মকর্তার সাথে এসে মৃত হনুমানটিকে উদ্ধার করে তা মাটি চাপা দিতে সহায়তা করেছেন।
মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সড়কে চালকদের সচেতন করা হয় ধীর গতিতে গাড়িচালানোর জন্য। তারপরও তারা এ সতর্কতা মানছেন না। সড়কটি উন্নয়ন হওয়ার পর এখন চালকরা যেন আরও দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। এ জন্য লাউয়াছড়া উদ্যানের ভেতর সড়কে বন্যপ্রাণী মারা যাচ্ছে। বিষয়টি এখন সবাইকে ভাবিয়ে তুলেছে বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/এমকে