নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য ফাদার জোসেফ এস. পিশোতো, সিএসসি বৃহস্পতিবার সকালে রামপুরায় মৃত্যবরণ করেছেন। বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফাদার জোসেফ এস পিশোতো, সিএসসি,ছিলেন নটরডেম কলেজের সবচেয়ে দীর্ঘকাল দায়িত্ব পালনকারী অধ্যক্ষ। ১৯৬২ সাল থেকে নটর ডেম কলেজে অধ্যাপনায় যুক্ত ছিলেন তিনি।পরবর্তীতে প্রায় ২৫ বছর কলেজের অধ্যক্ষ ছিলেন ফাদার জোসেফ পিশোতো।
বাংলা৭১নিউজ/এমএস