বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

রাজধানীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮ বার পড়া হয়েছে

রাজধানী থেকে ৫০ কেজি গাঁজা ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার (৩১ জানুয়ারি) ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদেও ভিত্তিতে জানা যায় যে, কতিপয় গাঁজা ব্যবসায়ী বি-বাড়ীয়া জেলার কসবা থানা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করার জন্য সিটি করপোরেশনের কাচা মালের আড়তে অবস্থান করছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল এর নেতৃত্বে ডেমরা জোনাল টিম যাত্রবাড়ী থানাধীন ডেমরা রোডের ফ্লাইওভার সংলগ্ন সিটি করপোরেশনের কাঁচামালের আড়তের (শাক বাজার) সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো- রবিউল হোসেন (৩৫), দুলাল খান (৩৭), ও লালন খান (৩১)।

অন্যদিকে রোববার (৩১ জানুয়ারি) ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপদ মোড়স্থ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টাফ কোয়ার্টারের সামনে পাকা রাস্তার ওপর অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয় করার জন্য পরামর্শ করছে। উক্ত সংবাদের ভিতিত্তে ডিএমপি গোয়েন্দা (ওয়ারী) বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো- এনামুল হক (৪০) ও সুমাইয়া আক্তার (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপপুলিশ কমিশনার জনাব মো. আ. আহাদ (পিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার, গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মো. জসীম উদ্দিনের তত্ত্বাবধানে, ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুল, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী উপপুলিশ কমিশনানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com