বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ : প্রায় আট ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত সায়া ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়ার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ও পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম জানান, কুয়াশার তীব্রতার কারণে নদী পথে নিকটবর্তী কোনও কিছু দেখা যাচ্ছিল না।
দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সকাল সাড়ে ৮টায় পুনরায় ফেরি পারাপার স্বাভাবিক হয়েছে।
বাংলা৭১নিউজ/এম