জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেয়ার সময় এখনই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সই করেছেন এ সংক্রান্ত নির্বাহী আদেশে। বুধবার ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকেই নেতৃত্ব দিতে হবে।
দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক সপ্তাহ পার করলেন তিনি। আর এ দিনই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে পরিবেশ রক্ষায় সই করলেন নির্বাহী আদেশে। ওয়াশিংটন ডিসিতে এ সময় বক্তব্যে বাইডেন আওয়াজ তোলেন, বিশ্বকে রক্ষায় আর সময় ক্ষেপণ না করতে। জলবায়ুর সংকট সমাধানে নেতৃত্ব দিতে হবে যুক্তরাষ্ট্রকেই।
জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সরকারের ব্যবস্থা গ্রহণ ও ডেমোক্র্যাট দলের কার্যক্রম তুলে ধরতে আগামী এপ্রিলে সম্মেলনের আয়োজন করা হবে। হোয়াইট হাউজ জানায়, এই সংকটটি বাইডেনের প্রশাসনের জন্য যৌথভাবে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অংশ।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু ক্ষতির শিকার। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কুফল ভোগ করছে বাংলাদেশসহ কম উন্নত দেশগুলো।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করেছে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট।
ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে উপ-পররাষ্ট্রমন্ত্রী ও উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গেল ২০ জানুয়ারি বাইডেন শপথগ্রহণ করার পর থেকে এ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট। যার মধ্যে অন্যতম অস্টিন হন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী। আর ইয়েলেন হন মার্কিন প্রথম নারী অর্থমন্ত্রী।
বাংলা৭১নিউজ/সর