ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি হাসপাতালে করোনার ভ্যাকসিনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর গেণ্ডারিয়ার ধোলাই খাল পাম্প স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মেয়র।
এ সময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।
খাল পরিদর্শন করে মেয়র বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট নিয়ে সিটি করপোরেশন খালের কাজ হাতে নিয়েছে। যার সুফল আগামী বর্ষায় নগরবাসী পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে খাল দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদে অভিযান চলবে বলেও জানান দক্ষিণের মেয়র। তিনি বলেন, এ এলাকায় দুটি হাসপাতাল ও একটি মাতৃসদনকে প্রস্তুত করছি টিকা রাখার জন্য এবং টিকা দান করা জন্য। আগামী সপ্তাহের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হবে।
বাংলা৭১নিউজ/এমএস