বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে নেন। আজ রবিবার নতুন পদে যোগদান করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গ্রেড-১ পদমর্যাদায় ওয়াহেদ উদ্দিনকে মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মহম্মদ আলী বৃহস্পতিবার অবসরে যান।
বাংলা৭১নিউজ/জিকে