রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো-রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মো. নিক্সন মিয়া (৩০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেওয়ার নাম করে দুটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্র। তারা নিজেদের স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
বাংলা৭১নিউজ/এআরকে