রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায় কানে নজর কাড়লেন কিয়ারা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লোন নিয়ে রিকশা কিনছি, এখন কিস্তি দেবো কি করে ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, চুক্তি চলতি বছরই

সংসদ প্লাজায় লিটনের জানাজা সকাল ১০টায়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ গাইবান্ধায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। সেখানে বলা হয়, জানাজা শেষে মরহুমের মরদেহ গাইবান্ধায় তার পারিবারিক কবরস্থানে বিকাল চারটায় দাফন করা হবে।

গত শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়িতে ঘরে ঢুকে হেলমেট পড়া কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন সকালে রংপুর মেডিকেলে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ লাইন মাঠে প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে করে মরদেহ ঢাকায় আনা হয়।

এদিকে এমপি লিটনকে হত্যার দিন থেকেই বিক্ষোভে ফুঁসে ওঠে গাইবান্ধা। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আওয়ামী লীগ ও লিটনের সমর্থকরা। রবিবার সুন্দরগঞ্জ জেলায় হরতালও পালন করে তারা। এই হত্যাকাণ্ডের পেছনে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আওয়ামী লীগ নেতারা দাবি করেন।

রবিবার মরদেহ দেখতে গিয়ে রংপুর মেডিকেলের সামনে সাংবাদিকদের আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছিলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবির চক্র জড়িত। তার (লিটন) কারণে সুন্দরগঞ্জে সুবিধা করতে না পেরে জামায়াত-শিবিরই লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

পুলিশ প্রধান শহীদুল হকও এই হত্যার পেছনে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। খুনিদের গ্রেপ্তার করতে শনিবার রাতে সুন্দরগঞ্জ থানায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের অনেকে জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com