তীব্র তুষারপাতে বিপর্যস্ত ক্রোয়েশিয়া, পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ। গত ১১ বছরের ইতিহাসে সোমবার (১৮ জানুয়ারি) পোল্যান্ডের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুরস্কেও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বরফে ঢেকে গেছে তুরস্কের ইস্তাম্বুলের রাস্তাঘাট। আকস্মিক তুষারপাতে গাড়ি চালাতে বেশ বেগ পেতে হয়ে চালকদের। ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। সোমবার দিনভর বরফ সরাতে ব্যস্ত সময় কাটান পরিচ্ছন্নকর্মীরা। তুষারপাতে ইস্তাম্বুলের অধিকাংশ শহরই কার্যত স্থবির হয়ে যায়।
স্থানীয়রা জানান, তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। তবে এত বেশি তুষারপাত হবে কেউই কল্পনা করেনি। যারা গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন তারা হঠাৎ করেই বেশ বিপদের মধ্যে পড়েছেন।
তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের দেশগুলোও। বিশেষ করে পোল্যান্ডে হঠাৎ করেই তাপমাত্রা হিমাঙ্কের ২৮ ডিগ্রি নিচে নেমে যায়। যা দেশটির গত ১১ বছরের ইতিহাসে সর্বনিম্ন। ওয়ারস’র উত্তর ও পশ্চিমাঞ্চলের রেললাইন ভেঙে পড়ে। যে কারণে বন্ধ হয়ে যায় মেট্রো সেবা। এছাড়া কয়েক ইঞ্চি বরফ জমায় রাস্তায় গাড়ি চলাচলও বাঁধাগ্রস্ত হয়। তুষারপাতের কারণে ঠিক মতো কিছু দেখাও যায় না।
গত ২৯ ডিসেম্বর ৬ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয় মধ্য ক্রোয়েশিয়া। ভূমিকম্পের ক্ষত সারিয়ে উঠতে না উঠতে মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে তুষারপাত। বিভিন্ন অঞ্চলে এখনো রয়েছে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের চিহ্ন। তুষারপাতের কারণে তীব্র ঠান্ডা পড়ায় বাড়তি ভোগান্তি নিয়ে এসেছে আশ্রয়হীন মানুষগুলোর জীবনে। তুষারপাতের কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছে বিভিন্ন সাহায্যকারী সংস্থাগুলো।
বাংলা৭১নিউজ/এআর