রাজধানীর মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি এলাকার পাশে একটি গাছ থেকে অজ্ঞাত এক তরুণের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, টিঅ্যান্ডটি কলোনির বাইরে গাছে জিন্স প্যান্ট দিয়ে ওই যুবকের মরদেহ ঝুলানো ছিল। নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ফুলহাতা টি-শার্ট।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
বাংলা৭১নিউজ/এমকে