রাজধানীর খিলগাঁও থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য বলে জানায় র্যাব।
শুক্রবার (০৮ জানুয়ারি) খিলগাঁও তালতলা এলাকার নতুন বাগের বি-ব্লকের একটি বাসায় অভিযান চালায় র্যাব-১২ এর একটি দল। সেখান থেকে সাপের বিষসহ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. ইমরান খান।
ইমরান খান জানান, তারা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ থেকে সাপের বিষ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
তবে, ওই পাঁচজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায় নি।
বাংলা৭১নিউজ/এআর