চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা পূরণে সব ধরণের উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বাণিজ্যমন্ত্রী আমদানি ও রফতানি নিয়ন্ত্রক অধিদফতরের সঙ্গে সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ই-পেমেন্ট কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডিজিটাল সেবা নিশ্চিত করে ইজ অফ ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য সহজ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করছে। বেশিরভাগ কার্যক্রম ইতোমধ্যে ডিজিটাল সেবার আওতায় এসেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
সোনালী পেমেন্ট গেটওয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনার ফি/চার্জ এখন থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা প্রদান করা যাবে বলে জানান টিপু মুনশি।
সিসিআইএন ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলে, ডিজিটাল বাংলাদেশ অর্জনের পথে দিন দিন অনলাইনে কেনা-বেচা বাড়ছে। এক্ষেত্রেও অনলাইন ব্যাংকিং লেনদেন সহায়ক ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারকে আমদানি ও রফতানি অধিদফতরের পক্ষে প্রধান নিয়ন্ত্রক সোলেমান খান এবং সোনালী ব্যাংক লি. এর পক্ষে চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা সুভাস চন্দ দাস স্বাক্ষর করেন।
সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে ক্যাশ অন কাউন্টার, অনলাইন এ্যাকাউন্ট ট্রান্সফার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্যান্য পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অন-লাইনে পেমেন্ট করা যাবে। এতে করে ব্যবসায়িদের সময়, শ্রম এবং ব্যবসা পরিচালনা ব্যয় হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
এক হাজার ২২৬ টি শাখায় সোনালী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায়ও এসেছে বলে জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান। ১ লাখ ২৫ হাজার কোটি টাকার আমানত নিয়ে ব্যাংকিং সেবা দিচ্ছে সোনালী ব্যাংক। প্রযুক্তি নির্ভর সেবার কারণে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, করোনাকালীনও এ ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়নি।
আমদানি ও রফতানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
বাংলা৭১নিউজ/এআর