সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বিআরটিএ’র ৭ আহ্বান ‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান

আগুনে হাঁটার আগে দুই বছর সাধনা করেছেন তাসকিন (ভিডিও)

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

তাসকিন আহমেদের আগুনের ওপর দিয়ে হাঁটার ভিডিও ভাইরাল হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশ্ন উঠেছে, ফেসবুকে এমন ভিডিও পোস্ট করায় তাসকিনের ভক্তদের উপর কতটা প্রভাব পড়তে পারে। সব কিছুর জবাব দিয়েছেন তারকা ক্রিকেটারের মাইন্ড কোচ। সাবিত ইন্টারন্যাশনালের সঙ্গে নিজকে আত্মবিশ্বাসী করতে কাজ করে চলেছেন তাসকিন। প্রতিষ্ঠানের প্রধান কর্তা তথা তাসকিনের মাইন্ড কোচ সাবিত রায়হান  মাধ্যমে সবাইকে এমন ‘ঝুঁকিপূর্ণ’ কাজ থেকে বিরত থাকতে বলেছেন।

তার ভাষায়, ‘২০১৮ সালের বিপিএলের আগ থেকে নানা সেশন করে আসছেন তাসকিন। জ্বলন্ত কয়লার উপরে হেঁটে যাওয়া তার মধ্যে অন্যতম একটি। যা করতে প্রয়োজন সাধনার। আমাদের জায়গা থেকে এর কোনও ঝুঁকি নেই। তবে ট্রেনিং ছাড়া আগুনে হেঁটে গেলে যে কেউই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে বলবো এমন ঝুঁকি না নিতে।’টনি রবিনস নামক মার্কিন মাইন্ড কোচ হলিউডসহ বিশ্ব তারকাদেরকে আগুনে হাঁটিয়ে আসছেন। যা ফায়ার ওয়াকিং হিসেবে পরিচিত। এই সেশনের মাধ্যমে একজন ব্যক্তি নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে পারেন।

এর আদলে টাইগার পেসারকেও ওমন প্রশিক্ষণ দেয়া হয়েছে।‘তাসকিন কিন্তু পোস্টে লিখেই দিয়েছেন দেশের জন্যই তিনি নিজের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করছেন। আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই কাজটি করেছিলাম। এটা করার সময় তাসকিনের পুরো পরিবার সঙ্গেই ছিলেন। বাবা-মা সামনেই বসা ছিলেন। এটা করতে তার দুই বছরের সাধনা রয়েছে তার।’   দীর্ঘদিন ধরে মাইন্ড কোচ হিসেবে কাজ করছেন সাবিত।
মাইন্ড ট্রেনিংয়ের আন্তর্জাতিক সনদ রয়েছে তার প্রতিষ্ঠানের। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে তাদের মাধ্যমে কর্মশালা করা হয়েছে। সৌম্য সরকার ও এনামুল হক বিজয়রাও তাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।সাবিত বলে, ‘ইংল্যান্ডের ডেভিড জন লিংকন স্যারের সরাসরি ছাত্র আমি।
ফায়ার ওয়াকিংয়ের উপর ভারতের মুম্বাই থেকে মিডাস টাচ নামক প্রতিষ্ঠান থেকে সনদ পেয়েছি। মাইন্ড ট্রেনিং শিখেছি আন্তর্জাতিক বিভিন্ন কর্মশালায় যোগ দিয়ে। আমাদের কাজের ধরন হচ্ছে যে কোনও ওষুধ ছাড়া মেডিটেশন দেয়া।’ তিনি জানিয়েছেন, এরইমধ্যে তাসকিনের সঙ্গে কথা বলে তার পোস্টটি এডিট করতে বলা হয়েছে। যেখানে শুরুতেই হ্যাশট্যাগের মাধ্যমে প্রশিক্ষক ছাড়া আগুনে হাঁটতে মানা করে দিয়েছেন ২৫ বছর বয়সী তাসকিন।
বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com