রাজধানীর বংশাল ও ওয়ারি এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১০ টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ এর একটি দল বংশাল ও নবাবপুর আজিজ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, অবৈধ সুইচ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিষয়টি নজরে আসে।
এতে পাঁচটি প্রতিষ্ঠানকে নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ২০ লাখ টাকা মূল্যের ১৫০ কয়েল তার ও কাঁচামাল সামগ্রী ধ্বংস করা হয় এবং চারটি অবৈধ বৈদ্যুতিক তার উৎপাদন কারখানা সিলগালা করা হয়।
দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, সুইচ অবৈধ উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিলেন বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
বাংলা৭১নিউজ/সর