রিজার্ভের নতুন রেকর্ড গড়ে বছর শেষ করছে বাংলাদেশ। করোনা মহামারির মধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে ৪৩ বিলিয়ন ডলার।
বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ৪৩.১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট এসেছে প্রায় ২০৮ কোটি ডলার।
বর্তমানে মজুদ থাকা বিদেশি মুদ্রায় প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানোর মত বিদেশি মুদ্রার মজুদকে সন্তোষজনক মনে করা হয় আন্তর্জাতিকভাবে।
এর আগে চলতি মাসের ১৫ তারিখে বিদেশি মুদ্রার রিজার্ভ ছাড়ায় ৪২ বিলিয়ন বা ৪ হাজার ২শ’ কোটি ডলার। রিজার্ভের এই বৃদ্ধিকে বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতার নতুন মাইলফল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলা৭১নিউজ/এমএন