নাটোর সদর উপজেলায় আগুন লেগে চারটি বাড়ি পুড়ে গেছে। শনিবার রাত একটার দিকে ছাতনী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় আবুল কালামের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। আগুন লাগার পর মুহুর্তের মধ্যে কালাম, ছেলে রশিদ ও ভুট্টুর বাড়ি পুড়ে যায়। এছাড়া কালামের ভাই নূর মোহাম্মদের বাড়িও পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার সর্ভিসের ফায়ার লিডার সাদেকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চারটি পরিবারের মোট ১০টি ঘড় পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি