বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু হিন্দু সেজে ২৩ দিন পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল-মোস্তাফিজ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মসম্পাদন চুক্তি আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর

১৬ জনকে চাকরি দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

একটি প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন (২০২০-২০৪১) শীর্ষক এ প্রকল্পে ৭ পদে মোট ১৬ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ৯ জানুয়ারি ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

পদের নাম: সহকারী নগর পরিকল্পনাবিদ
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং/গ্রামীণ পরিকল্পনায় স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।

পদের নাম: সহকারী স্থপতি
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্যে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।

পদের নাম: সহকারী প্রকৌশলী (সার্ভে)
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং- এ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।

পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/নগর ও অঞ্চল পরিকল্পনা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/ফলিত গণিত/ জিআইএস প্রযুক্তি/ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: বেতন: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।

পদের নাম: উপ-সহকারী স্থপতি
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচার-এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-১০ অনুযায়ী।

পদের নাম: জিআইএস অপারেটর
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/স্থাপত্য/পুরকৌশল এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-১১ অনুযায়ী।

পদের নাম: নকশাবিদ
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যানশীপ- এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-১৫ অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৯ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে www.cda.gov.bd।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com