বাংলা৭১নি্উজ, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে চলবে এই কার্যক্রম।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা৭১নি্উজ/সিএইস