বাংলা৭১নি্উজ, ডেস্ক : ম্যাচের প্রথমার্ধ হতাশায় কেটেছে বার্সেলোনার। দ্বিতীয়ার্ধে পাসিং ফুটবলের সৌজন্যে অচলায়তন ভাঙে। তিন ড্রয়ের পর কাতালানদের কাঙ্ক্ষিত জয়।
লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে বার্সা উড়িয়ে দিল ওসাসুনাকে। সে সুবাদে লা লীগার চূড়ার দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল তিন পয়েন্টে। অপর গোলটি লুইস সুয়ারেজের।
শনিবার ওসাসুনার মাঠ এল সাদারে জয়ের সুতীব্র আকাঙ্ক্ষায় মেসিরা ঝাঁপিয়ে পড়েছিলেন। টানা তিনটি ড্রয়ে রিয়ালের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থাকার যন্ত্রণা পোড়াচ্ছিল তাদের।
প্রথমার্ধে সফলকাম হতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের লক্ষ্যভেদে অচলায়তন ভাঙে। বার্সার হয়ে নিজের ৫৫০তম ম্যাচে মেসি এরপর দু’বার বল জালে পাঠিয়ে বার্সেলোনার পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন।
এরআগে ওসাসুনার বিপক্ষে ১০ ম্যাচে মাত্র একবারই বার্সা হেরেছিল। এই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোলমুখে খুলতে একাধিকবার অসফল হয়েছেন মেসি ও সুয়ারেজ দু’জনই।
এই অর্ধে গোল না পেলেও কাতালানদের নিরংকুশ প্রাধান্য ছিল। প্রথম দুটি গোলেই জর্ডি আলবার অবদান ষোলোআনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। ৩০ গজ দূর থেকে স্প্যানিশ ফরোয়ার্ড সের্গিও লেওনের শট ক্রসবারে লাগে। ৫৯ মিনিটে পাসিং ফুটবলের দারুণ মুনশিয়ানায় এগিয়ে যায় বার্সা।
মেসির বাড়ানো বল পেয়ে আলবা বাঁদিক থেকে ছোটো বক্সে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে সুয়ারেজের দরকার ছিল আলতো টোকারই।
সূচনাকারী গোলের আগে অনেকটা সময় নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে আক্রমণের ফাঁক বের করে বার্সেলোনা।
৭২ মিনিটে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎস তিনি নিজেই। বাঁদিকে ছুটে আসা ডেনিস সুয়ারেজকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পরে বাইলাইন থেকে আলবার দুর্দান্ত কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা মেসি।
যোগ করা সময়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে স্কোরলাইন ৩-০ করেন মেসি। পায়ের জাদুতে দু’জনকে কাটিয়ে তিনজনের মধ্যদিয়ে বল জালে পাঠান তিনি।
এবারের লা লীগায় মেসির এটি ১১তম গোল। সমান ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বাংলা৭১নি্উজ/এম