বাংলা৭১নিউজ,ঢাকা : কোনো অঘটন নয়, বিপিএলের চতুর্থ আসরের মুকুট পড়েছে সবচেয়ে শক্ত দাবিদার ঢাকা ডায়নামাইটস। তবে, মাঠ বা ড্রেসিংরুম, সবখানেই তারকাবহুল এ দলটির টিম কম্বিনেশন ও ব্যবস্থাপনার জন্য কোচ এবং ফ্র্যাঞ্চাইজিদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। আর মধুর এ সমস্যা কাটিয়ে ওঠায়, সফলতা পাওয়া সহজ হয়েছে।
এমনটাই মত ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজনের। দারুণ এক বিপিএলের পর উজ্জীবিত হয়েই নিউজিল্যান্ড সফরে খেলবে জাতীয় দল। এমনটাও বিশ্বাস তার।
বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়েছে। এ গল্প অজানা নেই কারো। কিন্তু, ফাইনাল ম্যাচটি না দেখে থাকলেও, এ খবরে অবাক হতেন না অনেকেই। এ দলের ডাগ আউটে চোখ বুলিয়ে সমীহের দৃষ্টি নিয়ে ফেরেননি, এমন ক্রিকেটবোদ্ধা খুঁজে পাওয়া যাবে না।
মাহেলা জয়বর্ধনের মতো বিশ্ব বরেণ্য ব্যাটসম্যান ডায়নামাইটসের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন মাত্র ২ ম্যাচে। ইংলিশ অলরাউন্ডার রবি বোপারার দেখাও মেলেনি।
সাঙ্গাকারা, এভিন লুইস, সাকিব, ব্রাভো, আন্দ্রে রাসেল, নাসির- কি ছিলো না দলে? ‘অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট’ হয় কি না, এমন শঙ্কা উড়িয়ে দিতে ডায়নামাইটস কোচ আর ম্যানেজমেন্টকেও দিতে হয়েছে বিচক্ষণতার পরিচয়।
দেশীয় ক্রিকেটারদের মধ্যে নতুন মুখের আবির্ভাব, উদ্দীপনা দেয় তাকেও। বিপিএল মাতিয়ে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া মেহেদী মারুফের মতো ক্রিকেটারদের স্বপ্নের দরজা খোলা সময়ের ব্যাপার। মানেন তিনি।
বিপিএলের টি টোয়েন্টি মহড়ার ঔজ্জ্বল্য নিউজিল্যান্ড সফরে জাতীয় দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলেও বিশ্বাস টাইগারদের সাবেক এই ম্যানেজারের।
বাংলা৭১নিউজ/এসএইস