বাংলা৭১নিউজ, ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের চূড়ান্ত পর্বের এলিমিনেটর ম্যাচে ড্যারেন স্যামির বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস।
চিটাগাংয়ের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় পায় রাজশাহী। এই পরাজয়ে এবারের আসর থেকে বিদায় নিতে হল তামিম ইকবালের দলকে। রাজশাহী কিংস চলে গেল কোয়ালিফাই রাউন্ডে।
এর আগে আজ দুপুরে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এলিমিনেটর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি।
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তামিম ইকবাল ও গেইলের ব্যাটে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ১৪২ রান করে চিটাগাং।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন তামিম। ৩০ বলে ৪৪ রান করেন গেইল।
রাজশাহীর পক্ষে কেজরিক উইলয়ামস সর্বোচ্চ ৪টি, ফরহাদ রেজা ২টি ও জেমস ফ্রাঙ্কলিন ১টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। তবে ওপেনার নুরুল হাসান সোহান এবং শেষদিকে ড্যারিন স্যামি ও ফরহাদ রেজার ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় পায় রাজশাহী। সোহান ৩৪ রান করেন। এছাড়া স্যামি ২৭ বলে ৫৫ এবং ফরহাদ রেজা ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
চিটাগাংয়ের হয়ে স্যাকলাইন সজীব ও শুভাশীষ রয় ২টি করে এবং আব্দুর রাজ্জাক ও নবী ১টি করে উইকেট লাভ করেন।
সন্ধ্যায় প্রথম কোয়ালিফাই ম্যাচে পরাজিত দলের সঙ্গে বুধবার মুখোমুখি হবে রাজশাহী কিংস।
বাংলা৭১নিউজ/এন