বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজ ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ভোর পাঁচটায় মাঝপদ্মায় কুয়াশায় দিক শূন্য হয়ে তিনটি ফেরি নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ জানান, কুয়াশার তীব্রতার কারণে নিকটবর্তী কোনও কিছু না দেখা যাচ্ছে না।
এ কারণে ভোর পাঁচটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ফেরি সেক্টরের পাটুরিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ও দৌলতদিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, কুয়য়াশার তীব্রতা এতোটাই বেশী যে ফেরি মাস্টাররা কাছের কোনও বস্তু দেখতে পারছেন না।
মাঝ পদ্মায় নোঙর করে আছে রো-রো ফেরি এনায়েতপুরী , শাহজালাল ও কে-টাইপ ফেরি কাবেরী।
রো-রো ফেরি এনায়েতপুরীর মাস্টার সামসুল হক ভুঁইয়া জানান, ভোররাত ৪টা থেকে তার ফেরিটি পাটুরিয়া থেকে সাতটি কোচ, দুইটি ট্রাকসহ ২১টি যানবাহন নিয়ে দৌলতদিয়া রওয়ানা হয়।
পরে মাঝ পদ্মায় ঘনকুয়াশার কবলে অবরুদ্ধ হয়ে পড়ে তারা।বাধ্য হয়ে ফেরিটি সেখানে নোঙর করতে হয়েছে।
একই কথা জানালেন ঘন কুয়াশায় আটকা থাকা ফেরি শাহজালালের মাস্টার আমিনুল হক।
আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম জানিয়েছেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হবে।
ফেরি পারের অপেক্ষায় উভয়ঘাটে তিন শতাধিক যানবাহন আটকে রয়েছে।
বাংলা৭১নিউজ/এন