সিলেটে কুমারগাঁও এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি সঞ্চালন গ্রিড উপকেন্দ্রে এ আগুন লাগে। সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সময়ের সাথে সাথে আগুনের মাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করছে।
আগুন নেভাতে আশেপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও খবর দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এএম