সীমান্ত এলাকার পরিস্থিতি ও করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনায় প্রতিদিন বিকেল ৪টার পর আর কোনো নৌকা সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এ লক্ষে সাদা পাথর এলাকার নৌপথ অভিমুখে কাঁটাতারের একটি ফটক স্থাপন করে এতে নতুন নির্দেশনাসংবলিত ব্যানার সাঁটানো হয়েছে।
বছরজুড়ে সাদা পাথর এলাকায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। সড়কপথে ‘সাদা পাথর পরিবহন’ নামে একটি বাস সার্ভিস চালুর পর প্রতিদিন অন্তত তিন হাজার পর্যটকের আগমন ঘটে। এর মধ্যে শুক্র, শনিবারসহ ছুটির দিনগুলোতে পর্যটকসংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে এ বছর শীতকালে বিকেল ৪টা থেকে সাদা পাথর অভিমুখে নৌকাসহ যে কোনো প্রকার নৌযান চলাচল বন্ধ করার নির্দেশনা কার্যকর করা হয়।
সাদা পাথর এলাকায় প্রতিদিন শতাধিক নৌকা চলাচল করে। প্রতিদিন এখানে হাজারের অধিক পর্যটকের আগমন ঘটে। ছুটির দিন এই সংখ্যা দ্বিগুণ হয়। এর ফলে পর্যটকদের নিরাপত্তা ও শীতকালীন করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে এবং বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এএম