মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা দেশীয় বিভিন্ন প্রজাতির ১৭টি পোষা পাখি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ পাখিগুলো উদ্ধারের পর সদর উপজেলা ক্যাম্পাসে তা অবমুক্ত করা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কনকপুর গ্রামে বেশ কয়েকজন পাখি শিকার করে আসছে দীর্ঘদিন ধরে। তারা বক, পানকৌড়ি, ডাহুক, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি অবৈধভাবে ধরে এনে পুষে আসছিলো। এসব পোষা পাখি দিয়ে তারা হাওরসহ বিভিন্ন এলাকায় পাখি শিকার করতো। পরে এসব পাখি হাট বাজারে বিক্রি করে তারা।
এ খবর পেয়ে মৌলভীবাজার উপেজলা প্রশাসন সকালে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্বার করে অবমুক্ত করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এএম