জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে ‘হত্যা’ করবেন। এরপর তিনি ফাঁসির মঞ্চেও যেতে রাজি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে গেলো সোমবার ‘হেফাজতে ইসলামের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া তিনি এমন বক্তব্য দেন।নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য খোকা বলেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোনও সংসদ সদস্য না এখন, ওই… বাচ্চা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমনে থাকতি, আমি তোকে হত্যা করতাম।
হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’ জাতীয় পার্টির এই সংসদ আরও বলেছেন, পরবর্তী সংসদ অধিবেশনে ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি তুলবেন এবং সব কাদিয়ানীদের বিরোধিতা করে যাবেন।তিনি আরও বলেন, নবীর বাইরে আর কিছু নেই। আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সঙ্গে কিসের সম্পর্ক?প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোকা বলেন, আমরা আপনার সঙ্গে থাকব। নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়ার নতুন আইন করুন।
বাংলা৭১নিউজ/এবি