শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম

দেউলিয়া বিএনপি জনগণের সমর্থনে নয় বিদেশী সাহায্যে ক্ষমতায় যেতে চায় : ওবায়দুল কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেউলিয়া বিএনপি এখন আর জনগণের সমর্থনের তোয়াক্কা করে না।

তারা বিদেশী শক্তির সমর্থনে ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, পৃথিবীতে বিএনপির মতো এমন দেউলিয়া রাজনৈতিক দলের দেখা খুব কমই মেলে, যারা জনগণের ভোটে নয় বিদেশীদের সহযোগিতায় ক্ষমতায় বসতে চায়।

ওবায়দুল কাদের আজ বিকেলে মহানগরীর লালদীঘি ময়দানে চট্রগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ যুগ্ম-মহাসচিব মাহবুবুল আলম হানিফ এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ ইসহাক মিয়া, অধ্যাপক অনুপম সেন, ড. প্রনব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য বাবু দিপংকর তালুকদার, সিটি মেয়র আজম নাসির উদ্দিন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান খান জাবেদ প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন যৌথভাবে এম এ সালাম ও মফিজুর রহমান।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, “আমি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক। আপনার মতো বেগম জিয়ার এক স্বাক্ষরের মতো মহাসচিব নই। এমনকি আপনার মতো ১০ বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলাম না।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের পরীক্ষিত কর্মী ও তরুণদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করেন। নেতৃত্বকে পরিচর্যা করেন। তিনি কখনো নেতৃত্ব চাপিয়ে দেন না।

তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, কর্ণফুলী টানেল নির্মিত হলে চট্টগ্রাম হবে একটি আধুনিক মহানগরী, যা দু’টি সিটিতে ভাগ হবে।

কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মিত হবার পর শিগগিরই বাংলাদেশ ট্রান্স এশিয়ান মহাসড়কের সঙ্গে যুক্ত হবে।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com