মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল বাকী(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অব্দুল বাকী ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।
তেঁতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও নিহতের পরিবারের লোকজন জানান, আব্দুল বাকীর বাড়িতে ইমরাত নির্মাণ শ্রমিকরা কাজ করছিলো। সিমেন্ট ও বালিতে মেশানোর জন্য পানির প্রয়োজন হলে আব্দুল বাকী বৈদ্যুতিক মোটর চালু করার পর পাইপ লাগানোর সময় পুরো মোটর বিদ্যুতায়িত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
স্থানীয়রা আহতবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এএম