শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন

নুরুর গণচাঁদার হিসাব প্রকাশ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

মাত্র নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নুর-রাশেদরা। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করেছিলেন। সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

রোববার (২৫ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে হিসাবই প্রকাশ করেন তিনি। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে।

সময় সংবাদের পাঠকদের জন্য ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের প্রকাশ করা গণচাঁদার সে হিসাবটি হুবহু তুলে ধরা হলো।

গণঅনুদান সংক্রান্ত কালেকশনের হিসাব।

বিকাশ
01747747755- মো: সোহরাব
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ৬৮ হাজার,
এই একাউন্টে থেকে মোট ব্যায় ১৫ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ১ লাখ ৫৩ হাজার টাকা।

01628592706-মিনা আল-আমিন
এই একাউন্টে মোট কালেকশন ৩ লাখ ৫ হাজার,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৭৬ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ২ লাখ ২৯ হাজার টাকা।

01724703011- আরিফুল ইসলাম
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ৪১৪৪০ টাকা,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৬৪৪০ টাকা
এই একাউন্টে ব্যালেন্স ১ লাখ ৩৫ হাজার টাকা।

01772400567 আবু হানিফ
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ১৩ হাজার,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৩২ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ৮১ হাজার টাকা।

01758821025 শাকিল উজ্জামান
এই একাউন্টে মোট কালেকশন ৬৬৫০০ টাকা
এই একাউন্ট থেকে মোট ব্যায় ২০০০০ টাকা
এই একাউন্টে ব্যালেন্স ৪৬৫০০ টাকা।

রকেট:
01819603614-3 মঞ্জুর মোর্শেদ

নগদ:
01819603614 মঞ্জুর মোর্শেদ
মঞ্জুর মোর্শেদের একাউন্টে মোট কালেকশন ১ লাখ ২৩ হাজার, কোন ব্যায় নেই।

01761-880998-5 তুহিন ফারাবী
এই একাউন্টে মোট কালেকশন ৬৫০০, কোন ব্যায় নেই।

ব্যাংক এ্যাকাউন্ট:
Nahidul Islam
Ac.No; 173151161197
Dutch Bangla Bank,
Bhairab Bazar Branch .
এই একাউন্টে মোট কালেকশন ৫৪ হাজার, কোন ব্যায় নেই।

মোট অনুদান: ৯৭৭৪৪০ টাকা
মোট ব্যায়: ১৪৯৪৪০ টাকা
মোট ব্যালেন্স: ৮২৮০০০ টাকা

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com