বাংলা৭১নিউজ,ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় শিহাব নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই আনসার সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দুই সদস্য আহত হন। পরে পুলিশ এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনসার সদস্য সোহাগ আলী।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের বহির্গমন গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন শিহাব। বাধা দিলে তিনি ছুরিকাঘাত করে দুজন এবিবিএন সদস্য ও দুজন আনসার সদস্যকে আহত করেন। খবর পেয়ে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এ ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম