বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা

শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা ‘ইউসিবি তাকওয়া’র যাত্রা শুরু

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৬১ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংকিং এখন সারা বিশ্বে ক্রমবিকাশমান ও ব্যাপক জনপ্রিয় একটি ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে এবং উন্নতমানের সেবা প্রদানের উদ্দেশে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ‘ইউসিবি তাকওয়া’ নামে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সলিউশন উদ্বোধন করেছে। 

এই সেবার অধীনে গ্রাহকরা আল-ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট, মুদারাবা সেভিং একাউন্ট, মুদারাবা টার্ম ডিপোজিট, মুদারাবা মাসিক ইনকাম টার্ম ডিপোজিট, পারসোনাল ফাইন্যান্স ও মুদারাবা ইম্পেরিয়াল সেভিং একাউন্ট সেবা গ্রহন করতে পারবেন। 

ইউসিবি তাকওয়া আল-ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্টটি একটি শরীয়াহ ভিত্তিক বিশেষায়িত ডিপোজিট সেবা যেটি গ্রাহক দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আল-ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক রক্ষক এবং ট্রাস্টিরূপে তহবিল সংরক্ষণ করে।

১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি, অথবা বিদেশি, আবাসী বা অনাবাসী বাংলাদেশি, সমিতি, ট্রাস্ট এবং সোসাইটি, একক ও অংশীদারি ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি লিমিটেড সংস্থা ও সরকারি সংস্থা এই সেবা গ্রহণ করতে পারবে। এখানে চেক-বই সুবিধা, ডেবিট কার্ডের সুবিধা, সারা দেশে ইউসিবির সব শাখার মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা, ইন্টারনেট ব্যাংকিং সুবিধা, আরটিজিএস, এনপিএসবি এবং ইএফটিএন সুবিধার মাধ্যমে তহবিল স্থানান্তর সুবিধা, এসএমএস এলার্ট সুবিধা পাওয়া যাবে। 

ইউসিবি তাকওয়া মুদারাবা সেভিং একাউন্টটি একটি আকর্ষণীয় লাভজনক পরিষেবা যেখানে গ্রাহক কিছু শর্তসাপেক্ষে শরীয়াহ অনুযায়ী দৈনন্দিন লেনদেন সম্পন্ন করতে পারবেন। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো আবাসিক বা অনাবাসিক বাংলাদেশি, সমিতি, ট্রাস্ট এবং সোসাইটি এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। লভ্যাংশের ক্ষেত্রে এখানে ইনকাম শেয়ারিং এর অনুপাত অনুযায়ী প্রতিমাসে লভ্যাংশ দেয়া হয়। লভ্যাংশের রেট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে লভ্যাংশ পাওয়ার জন্য একটি ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এছাড়া আল-ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট এর মত চেক-বই সুবিধাসহ বাকি সুবিধাও এখানে পাওয়া যাবে। 

ইউসিবি তাকওয়া টার্ম ডিপোজিটও একটি আকর্ষণীয় পরিষেবা যেখানে গ্রাহকরা শরীয়াহ মেনে বিনিয়োগ করতে পারবেন এবং এখান থেকে লভ্যাংশ লাভ করতে পারবেন। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো আবাসিক বা অনাবাসিক বাংলাদেশি, সমিতি, ট্রাস্ট এবং সোসাইটি, একক ও অংশীদারি ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি লিমিটেড সংস্থা ও সরকারি সংস্থা এই সেবা গ্রহণ করতে পারবে এবং ১/৩/৬/১২/২৪/৩৬ মাসের জন্য বিনিয়োগ করতে পারবেন। এখানে শরীয়াহ মোতাবেক প্রতিমাসে লভ্যাংশ নির্ধারণ করা হবে যা ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। মাস বা বছর পূর্ণ হলে গ্রাহক তার লভ্যাংশ গ্রহণ করতে পারবেন। 

ইউসিবি তাকওয়া মুদারাবা মাসিক ইনকাম টার্ম ডিপোজিটে গ্রাহকগণ নির্দিষ্ট আমানত রেখে প্রতিমাসে এ থেকে লভ্যাংশ লাভ করতে পারবেন যা তার দৈনন্দিন জীবন কে আরেকটু সহজ করতে ভূমিকা রাখবে। ১/২/৩/৪/৫ বছর মেয়াদি এই ডিপোজিট স্কিম সুবিধা ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো আবাসী বা অনাবাসী বাংলাদেশি গ্রহণ করতে পারবেন। পূর্বের ন্যায় এখানেও শরীয়াহ মোতাবিক প্রতিমাসে লভ্যাংশ নির্ধারণ করা হবে যা ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং মাস বা বছর পূর্ণ হলে গ্রাহক তার লভ্যাংশ গ্রহণ করতে পারবেন।

ইউসিবি তাকওয়া পারসোনাল ফাইন্যান্স এ ব্যক্তিগত ফাইন্যান্স বিশেষভাবে আমাদের প্রতিদিনের জীবনের চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে যা শরীয়াহ অনুগত মোড ‘মুরাবাহা’ দ্বারা পরিচালিত হয়। মুরাবাহা ইসলামী ফিকাহর একটি বিশেষ ক্রয়-বিক্রয় চুক্তির নাম। এখানে ব্যাংক কাস্টমারের জন্য সাপ্লাইয়েরের কাছ থেকে পণ্য ক্রয় করে এবং একটি লাভজনক পূর্বচুক্তি অনুযায়ী তা তার কাছে বিক্রয় করে। গ্রাহকগণের পেমেন্টের পরিমা্ণ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। এ সেবা গ্রহণের জন্য চাকুরীজীবীদের জন্য কমপক্ষে ২১ বছর এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কমপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে।

১ থেকে ৫ বছরের জন্য কমপক্ষে ১ লক্ষ থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা সমমূল্যের পণ্য ক্রয়ের জন্য এই সুবিধা গ্রহণ করা যাবে। গৃহ সামগ্রী, নিজস্ব ফ্ল্যাট এর জন্য ম্যাটেরিয়াল, নতুন মোটরসাইকেল, পুরাতন গাড়ি ইত্যাদির জন্য এই সুবিধা গ্রহণ করা যাবে। এটি দ্বারা মূল পণ্যের ৩০% ফাইন্যান্সিং করা যাবে। তবে এখানে কোন চক্রবৃদ্ধির ব্যাপার নেই, বিনা জরিমানায় আংশিক সেটেলমেন্টের সুবিধা আছে এবং মাসিক কিস্তির পরিমাণও বৃদ্ধি পাবে না। 

ইউসিবি তাকওয়া মুদারাবা ইম্পেরিয়াল সেভিং একাউন্ট একটি প্রিমিয়াম ক্লাস ট্রানজেকশনাল ডিপোজিট একাউন্ট। এখানে গ্রাহকগণ যত বেশি আমানত রাখবেন তত বেশি লভ্যাংশ লাভ করতে পারবেন যা সম্পূর্ণ শরীয়াহ মেনে পরিচালিত হয়।  ১৮ বছরের ঊর্ধ্বে যেকোন আবসী বা অনাবাসী বাংলাদেশি কমপক্ষে ২৫ লাখ টাকা আমানত রেখে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সেভিং একাউন্টে থাকছে সাধারণ ব্যংকিং সেবা, প্রিমিয়াম সঞ্চয় আমানত একাউন্ট (মাসিক লাভ প্রদান), চার্জবিহীন একাউন্ট রক্ষনাবেক্ষণ, ইউসিবি তাক্বওয়ার স্পেশাল ব্র্যান্ডেড চেকবুক থাকছে গ্রাহদের জন্য সম্পূর্ন বিনামূল্যে, বিনামূল্যে থাকছে অনলাইন ব্যাংকিং, আন্ত-শহর লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং এবং এসএমএস ব্যাংকিং, বিনামূল্যে পে-অর্ডার ইস্যু, বিশেষ বিনিময় হারের সাথে নিখরচায় এফসিওয়াই অনুমোদন, বিনামূল্যে একাউন্ট বিবৃতি, সচ্ছলতা সার্টিফিকেট, ব্যালেন্স নিশ্চিতকরণ, লকার সেবার জন্য বিশেষ ছাড়যুক্ত বার্ষিক চার্জ, খুচরা বিনিয়োগ সুবিধা, খুচরা বিনিয়োগ পণ্যে থাকছে বিশেষ রেট ৫০% ডিস্কাউন্টে খুচরা বিনিয়োগ প্রক্রিয়াকরণ সুবিধা।

এছাড়াও বিশেষ অগ্রাধিকার এবং সুবিধাসমূহের মধ্যে থাকছে সমস্ত স্টেট অফ দ্য আর্ট ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জগুলিতে অ্যাক্সেস, নিবেদিত রিলেশনশীপ ম্যানেজার/ শাখা দ্বারা উন্নতমানের ব্যাংকিং সেবা, পরিবারের সদস্যদের জন্য তাৎক্ষণিক ইম্পেরিয়াল ব্যাংকিং পরিষেবা, আন্তর্জাতিক ভ্রমণের জন্য ইম্পেরিয়াল বিমানবন্দর লাউঞ্জে প্রবেশাধিকার, বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমানের জন্য সহায়তা পরিষেবা, ইম্পেরিয়াল লাউঞ্জগুলির মিটিং রুমগুলোতে ব্যবসায়িক সভার সুবিধা, আয়ের ভিত্তিতে পরিবর্তনশীল লভ্যাংশের রেট, ইম্পেরিয়াল গ্রাহকদের জন্য প্রফেশনাল ইনকাম শেয়ারিং (আইএসআর) অনুপাত।

 এছাড়াও গ্রাহকদের কথা মাথায় রেখে ইউসিবি’র শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা ‘ইউসিবি তাকওয়া’র অধীনে আরও সেবাসমূহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com