বাংলা৭১নিউজ,ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৪ কেজি সোনা জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শুল্ক কর্তৃপক্ষ এই সোনা জব্দ করে।
শুল্ক কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে আসা কার্গো ফ্লাইট এসকিউ-৪৪৬ অবতরণ করে। ফ্লাইটটির কার্গোতে গার্মেন্টস পণ্য হিসেবে আনা একটি পণ্যের চালান আটক করে শুল্ক কর্তৃপক্ষ। চালানের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেট থেকে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়।
আজ সকালে ঢাকা কাস্টমসের যুগ্ম পরিচালক সোহেল রহমান এ রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/এম