বাংলা৭১নিউজ,(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। যমুনার পানি কমে দেখা দিয়েছে ভাঙন। অন্যদিকে, সিরাজগঞ্জে পানি নামতে শুরু করলেও কমেনি জনদুর্ভোগ।
যমুনার করাল গ্রাসে প্রতিনিয়ত ভাঙছে পাড়। গত ১৫ দিনে বিলীন হয়েছে টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুরের দেড় শতাধিক ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের।
এদিকে ছয়টি ইউনিয়নের অধিকাংশ গ্রামই নিমজ্জিত। তলিয়েছে ঘরবাড়ি আর ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। নতুন করে পানিবন্দি বাসাইলে প্রায় ৩০ হাজার মানুষ। সিরাজগঞ্জেও বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো দুর্ভোগে স্থানীয়রা। কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা।
বাংলা৭১নিউজ/এবি