বাংলা৭১নিউজ,ডেস্ক:টানা বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নদ-নদীর পানি বেড়েছে। এতে বিভিন্ন নদীর বাধ ভেঙ্গে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ ফসলী জমি। পানিবন্দী আছে বহু মানুষ।
নওগাঁ ছোট যমুনা ও আত্রাই নদীর বাধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার হেক্টর জমির রোপা আমন ধান এবং সবজি ক্ষেত ডুবে গেছে।
বন্যায় নওগাঁ সদর, মান্দা, আত্রাইসহ ৬ উপজেলায় বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করায় লক্ষাধিক মানুষ পানিবন্দি। ভেসে যাচ্ছে পুকুরের মাছ।
দিনাজপুরের হিলিতে কয়েকদিনর টানা বৃষ্টিতে সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে। একইভাবে আগাম জাতের ধান ডুবে যাওয়ায় আধা পাকা ধান কেটে ফেলতে বাধ্য হচ্ছেন কৃষক। ১শ’ বিঘা জমির ফসলের এমন অবস্থায় ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। তবে সবজির ক্ষেতের পানি নেমে যাওয়ার সাথে সাথে পরিচর্যা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের।
বাংলা৭১নিউজ/এবি