বাংলা৭১নিউজ,(শরীয়তপুর )প্রতিনিধি:পানি সম্পদ উপমন্ত্রী এ কেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নদী ভাঙন কবলিত মানুষের পুনর্বাসনের জন্য সরকার বাজেটে ১শত কোটি টাকা বরাদ্দ রেখেছেন। নড়িয়ায় মানুষের পুনর্বাসনের লক্ষ্যে নড়িয়া উপজেলার চরআত্রা ঘরিসার ও জপসা ইউনিয়নে তিনটি মুজিব কেল্লা নির্মাণ করা হবে। নদীভাঙন কবলিত মানুষের পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত ১শত কোটি টাকার সিংহভাগ ব্যয় হবে নড়িয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে।
প্রায় সাড়ে ১১শ কোটি টাকা ব্যয়ে গৃহীত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যাদের জমি নেই তাদেরকেও জমি কিনে দিয়ে ঘর নির্মাণ করে দিবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মত সরকার এমন ভাবে কাজ করছেন যেন দেশের একজন মানুষও গৃহহীন না থাকেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক (পূর্ব) কাজী তোফায়েল হোসেন, প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/এবি