বাংলা৭১নিউজ, (মানিকগঞ্জ)প্রতিনিধি:শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে সীমিত ভাবে ফেরি চলাচল করায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করার ফলে আটকে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে ৫ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কের উথুলী সংযোগ সড়কে শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে।
ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হলে উথুলী থেকে সিরিয়াল অনুযায়ী কিছু কিছু করে ঘাটে পাঠানো হবে বলে জানান তিনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, এ নৌপথে ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ছোট ফেরি বনলতা বিকল হওয়ায় তা মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে।
বাংলা৭১নিউজ/এবি