বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষযক উপদেষ্টা এবং আওয়ামী লীগের কাউন্সিলর সজিব ওয়াজেদ জয় বলেছেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য দেশের জন্য কাজ করতে চাই।
আজ বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)এর স্টল পরিদর্শনে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, এই মুহূর্তে দলের কোন পদ নিতে চাই না। দলের বাইরে থেকেই দলের কাজ করতে চাই।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কাউন্সিল অধিবেশনে অংশ নেন জয়। কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে পেয়ে আগের দিনের মতোই উচ্ছ্বসিত ছিলেন দলের নেতারা।
এ সময়ে তৃণমূল নেতারা কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে বেশ কয়েকজন বঙ্গবন্ধুর নাতিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে আনার দাবি তোলেন।
তৃণমূলের নেতারা জয়ের জন্য জোর দাবি জানালে শেখ হাসিনা তাদের উদ্দেশ্য বলেন, ‘জয় গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে।’
বাংলা৭১নিউজ/সি