বাংলা৭১নিউজ, ঢাকা: টেস্ট ম্যাচ জিততে চাইলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার জোর থাকতে হবে বোলিং লাইনআপে।
কিন্তু বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে কদিন আগে বলেছিলেন, ‘২০ উইকেট নেওয়ার মতো বোলিং কম্বিনেশন বাংলাদেশের নেই।’
তবে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান মনে করেন, প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য বাংলাদেশের বোলারদের আছে।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সাকিব আল হাসান।
এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করবে। আমরা হোমে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর, যাতে করে ব্যাটসম্যানরা রান করে। যদি কখনো স্পিনার কিংবা পেসারদের সুযোগ দেওয়া হয় আমার মনে হয় আমাদের বোলারদের ওই যোগ্যতা আছে ২০ উইকেট নেওয়ার। এখন যদি ফ্ল্যাট উইকেট বানিয়ে দেওয়া হয় সেখানে বোলারদের পক্ষে উইকেট নেওয়া সম্ভব হবে না।’
বাংলাদেশ জেতার জন্য খেলবে বলেই জানালেন সাকিব। তবে এর জন্য যে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে, সতীর্থদের সেটাও মনে করিয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘অবশ্যই জেতার জন্য খেলব। তার জন্য আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। সেটা আমরা জানি। ওভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
বাংলা৭১নিউজ/সি