বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশিদের মন জয়ের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতির মণ্ডলীর সদস্য মো. নাসিম।
খালেদাকে উদ্দেশ্যে করে তিনি বলেন,‘ক্ষমতায় আসতে হলে দেশের মানুষের মন জয় করতে হবে। শেখ হাসিনা তা করছেন।তিনি মানুষের মন জয় করে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছেন।’
আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মো.নাসিম ।
সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে এমনটা জানিয়ে নাসিম বলেন, ‘সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেবো। আমরা চাই তারা সম্মেলনে এসে আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে তা কাছ থেকে জানুক। একইসঙ্গে তারা যে দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাও জানুক।’
খালেদা জিয়া বিদেশিদের কাছে বাংলাদেশের গিবত করছেন বলেও অভিযোগ করেন নাসিম।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। এখন সেই ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন এবং কীভাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে তা জানতে আসছেন।’
নাসিম জানান, দলের সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি আমন্ত্রিতরা সবাই সম্মেলনে অংশ নেবেন। তবে এখন পরর্যন্ত কারা অংশগ্রহণ নিশ্চিত করেছেন তা জানাননি নাসিম।
দলের নেতৃত্ব পরিবর্তন করতে শেখ হাসিনার আহ্বানের বিষয় জানতে চাইলে নাসিম বলেন,‘শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন,দেবেন এবং আমরা চাই যুগ যুগ ধরে তিনি দলের নেতৃত্ব দেবেন।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক,আ ফ ম বাহাউদ্দিন নাসিম,আব্দুল মতিন খসরু,ফরিদুন্নাহার লাইলী, মির্জা আজম, সুদ্বীপ রায় নন্দি,এনামুল হক শামীম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এম