বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

ফেরার প্রথম লড়াইয়ে উজ্জ্বল সৌম্য

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ১৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ব্যাটিংয়ে নামার মুহূর্তে সব সময় বাউন্ডারি রোপের সামনে বসে প্রার্থনা করেন সৌম্য সরকার। এরপর মাঠে পা বাড়িয়ে দূর আকাশে তাকিয়ে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা!

ব্যাটসম্যান সৌম্যর প্রতিটা ইনিংস তার নতুন জীবন। নতুন জীবনের শুরুতে স্রষ্টার প্রার্থনা করতে তার কখনো ভুল হয় না।

আজও এমএ আজিজে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তাই করলেন। আজ স্রষ্টাও তাকালেন সৌম্যর দিকে।

৯৬ বলে ২ চার ও ২ ছক্কায় সৌম্য ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে করেছেন ৩৩ রান। বাজে বল শাসন করতে ভুল করেননি। পাশাপাশি ভালো বলে দিয়েছেন সম্মান। স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, গ্যারেথ ব্যাটি, জাফর আনসারি, আদিল রশিদ ও মঈন আলীকে দারুণভাবে সামলেছেন সৌম্য। ৯৬ বলের ইনিংসে ডট বল খেলেছেন ৮৪টি।

অফফর্মের কারণে সৌম্য ইংল্যান্ড সিরিজে ওয়ানডে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সৌম্য এখন লড়ছেন নিজের সঙ্গেই। কাল এখানেই দাঁড়িয়ে বলেছিলেন, ‘লড়াইটা আমার নিজের সঙ্গে।’ আজ সে লড়াইয়ে পেলেন পূর্ণতা।

দিন শেষে সৌম্য নিজের ইনিংস নিয়ে বললেন, ‘আজকে পরিকল্পনা ছিল দীর্ঘ সময় ব্যাটিং করব। চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত ক্রিজে থাকতে পারা যায়। আউটফিল্ডটা স্লো ছিল। রানটা ওভাবে নেওয়া যাচ্ছিল না। সব কিছু মিলিয়ে ব্যাটিংটা ভালো ছিল।’

স্পিনার গ্যারেথ ব্যাটি ও জাফর আনসারিকে ক্রিজ থেকে বেরিয়ে এসে মিড ‍উইকেট ও লং অনের মাঝদিয়ে যেভাবে ছক্কা মেরেছেন, তা এক কথায় ছিল চোখ ধাঁধানো। এক সময়ের জন্য মনে হচ্ছিল ‘সৌম্য ইজ ব্যাক।’ ইংল্যান্ডের স্পিনারদের নিয়ে সৌম্যর ভাবনা, ‘একটু মনযোগী হয়ে খেললে অবশ্যই ভালোভাবে খেলা সম্ভব হবে।’

সৌম্যর সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন শাহরিয়ার নাফীসও। শাহরিয়ার আগ্রাসন (৭৯ বলে ৫১) দেখালেও সৌম্য দেখেশুনে খেলেছেন। শাহরিয়ারের ইনিংস নিয়ে সৌম্য বলেছেন, ‘নাফীস ভাই অনেক স্বাভাবিক ব্যাটিং করেছে। তাকে দেখে মনে হয়নি কোনো জড়তা কাজ করছে। উনি মেরিট অনুযায়ী খেলেছেন। ব্যাটিংয়ে সহজ ভাব ছিল; বলগুলোও ভালোভাবে দেখছিলেন। উনি যেভাবে খেলছিলেন আমি চেষ্টা করেছি সেভাবে খেলার।’

ফেরার লড়াইয়ে আরেকটি সুযোগ পাচ্ছেন সৌম্য। কাল থেকে শুরু দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচেও খেলবেন সৌম্য সরকার। বিসিবি দলটির অধিনায়কের দায়িত্বেও থাকবে তিনি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও একই রিদমে ব্যাটিংয়ের পরিকল্পনা বাঁহাতি এই ব্যাটসম্যানের।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com