বাংলা৭১নিউজ,ডেস্ক: আয়ের থেকে ব্যয় বেশি। এই কারণ দেখিয়ে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড তাদের ক্ষতিতে চলা দশটি কয়লাখনি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মর্মে একটি সার্কুলার জারি করেছে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে ডান বাম সব শ্রমিক সংগঠনগুলো। তাঁদের দাবি সুপরিকল্পিতভাবে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড কয়লাখনিগুলো বন্ধ করে দেওয়া চক্রান্ত করছে।
কীভাবে চক্রান্ত করছে? সেই কারণ ব্যাখা করে শ্রমিক সংগঠমের নেতারা বলেন, “ খনিগুলিতে যদি সত্যিই ক্ষতি হয় তাহলে আরও বেশি করে উৎপাদন বাড়িয়ে খনিগুলিকে লাভের মুখ দেখানো হচ্ছে না কেন? যে খনিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেইসব খনির শ্রমিকদের অন্য খনিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাড়তি শ্রমিক পাঠিয়ে দিয়ে সেই খনির উতপাদন বাড়ানো হচ্ছে না । যার ফলে কয়েকমাস বাদে সেই খনিতেও আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। যার ফলে খনিগুলোকে ক্ষতির মুখে পড়তে হয়। তখন আবার সেই খনিটিও বন্ধ করে দেওয়া হবে। এইভাবে একের পর এক খনি বন্ধ করে শ্রমিকদের অনিশ্চিৎ ভবিষ্যতের মুখে ঠেলে দিচ্ছে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড।“