বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লা থেকে প্লাজমা দিতে ঢাকার রাজারবাগ গেলেন জেলা পুলিশের ৫৬ পুলিশ সদস্য। শনিবার কুমিল্লা পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে যান করোনা জয়ী এ ৫৬ পুলিশ সদস্য।
‘করোনা জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন’ এই স্লোগানে কুমিল্লা জেলা পুলিশের এই সদস্যরা বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করবেন। এর আগে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য দেন এবং প্লাজমা ডোনারদের বিদায় জানান কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
এ নিয়ে কুমিল্লা জেলা পুলিশের সর্বমোট ৮৩ জন সদস্য প্লাজমা ডোনেট করে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। কুমিল্লা জেলায় এ পর্যন্ত ২০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন এবং গত ২৩ জুলাই প্লাজমা ডোনেট করার জন্য শারীরিকভাবে উপযুক্ত করোনা থেকে সুস্থ হওয়া কুমিল্লা জেলার ৬৩ জন পুলিশ সদস্যের অ্যান্টিবডি টেস্ট করা হয়। এই ৬৩ জনের মধ্যে ৫৬ জনের রক্তে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়।
শনিবার পুলিশ সুপার তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ঢাকায় পুলিশের নিজস্ব পরিবহনে প্লাজমা ডোনেট প্রদানের জন্য রাজারবাগ কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে পাঠানো হয়।
জেলা পুলিশ লাইন্সের শহীদ এবিএম আর আই কবীর উদ্দিন মিলনায়তনে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ডি আইও-১ মো. মাইন উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলা৭১নিউজ/এমএস